ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

আরচ্যারি জাজেস কোর্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, এপ্রিল ২৪, ২০১৫
আরচ্যারি জাজেস কোর্স ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসানউল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৫ দিনব্যাপী ‘আরচ্যারি জাজেস কোর্স’ অনুষ্ঠিত হবে।

এ কোর্সে চূড়ান্তভাবে অংশগ্রহণের আগে সবাইকে প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক উত্তীর্ণ হতে হবে।

বাছাই পরীক্ষা আগামী ২ মে সকাল ১১টায় পল্টনে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বাছাই কোর্সে অংশগ্রহণকারীদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনে নিজ নিজ নাম তালিকাভুক্ত করতে আবেদন পত্র জমা দিতে হবে।   আরচ্যারি জাজেস কোর্সের চূড়ান্ত পর্বের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
 
 বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।