ঢাকা: চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। তবে সেমিতে বার্সাই এগিয়ে থাকবে বলে জানান স্বয়ং জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনেবাওয়ার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হারলেও ফিরতি পর্বের ম্যাচেই ঘুরে দাড়ায় বায়ার্ন। পর্তুগিজ জায়ান্টদের ৬-১ গোলে বিধ্বস্ত করে সেমির টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে, এই পারফরম্যান্সে বায়ার্নের সাবেক প্রেসিডেন্ট বেকেনবাওয়ারের মন ভরেনি। বরং তিনি বার্সার খেলাতেই মুগ্ধ হয়েছেন।
ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে পাত্তাই দেয়নি মেসি-নেইমার-সুয়ারেজরা। দুই লেগ মিলিয়ে পিএসজিকে ৫-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।
এক সাক্ষাৎকারে বেকেনবাওয়ার বলেন, ‘বায়ার্নের বিপক্ষে বার্সাই ফেভারিট থাকবে। এ মৌসুমে তারা দারুণ ফুটবল খেলছে। তাদের দলে কিছু বিশ্বমানের ফুটবলার রয়েছে। দু’দলের তুলনা করতে গেলে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা পিছিয়ে আছে। ’
তবে, বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস স্যামার বলছেন অন্য কথা। তার মতে, সেমিতে কাউকেই খাটো করে দেখার উপায় নেই। ফাইনালে যাওয়ার দৌড়ে দু’দলেরই সমান সুযোগ থাকবে। আক্রমনভাগে উভয় দলেই বিশ্বমানের ফুটবলার রয়েছে। এটা নিশ্চিত যে, একটি প্রতিদ্বন্দ্বীতাপর্ণ ম্যাচই হবে। ’
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএম