ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার (২৪ এপ্রিল) শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলের জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর লিমিটেডের বিপক্ষে। ম্যাচের শেষ সময়ে গোল করে শেখ রাসেলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় দলের দুই তারকা খেলোয়াড় জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলি।
প্রথমার্ধ জুড়ে গোল শূন্য ম্যাচটি দ্বিতীয়ার্ধের শেষ সময়ে নাটকীয় মোড় নেয়। ৮৮ মিনিটে শেখ রাসেলের জাহিদ হোসেন ও ইনজুরি টাইমে গোল করেন এমিলি। অন্তিম মূহুর্তে জোড়া গোল খেয়ে আর ম্যাচে ফিরতে পারেনি জর্জ কোটানের আবাহনী। চলমান লিগে এটি আবাহনীর প্রথম হার।
এ জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রাসেলের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে। আর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান তিন নম্বরে।
ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। এ সময় আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে বল পেয়ে যায় রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি। কিন্তু, চিগোজির দুর্বল শটটি চলে যায় মাঠের বাইরে। এরপর দু’দলের কেউই উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। প্রথমার্ধ জুড়ে আক্রমণ আর প্রতি আক্রমণেই সীমাবদ্ধ ছিল খেলা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনো দলই। তাই গোল শূন্য ভাবেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে যায় রাসেল। তবে এমিলি-কিংসলেদের নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগ সুবিধা করতে ব্যর্থ হয়। তবে ৮৮ মিনিটে ভাগ্যদেবী সহায় হয় 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেলের। এ সময় রাসেলের মিডফিল্ডার জাহিদ হোসেনের শট কোনো মতে ফিরিয়ে দেয় আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান। কিন্তু ফিরতি বলে আবাহনীর জাল কাঁপিয়ে দেন জাহিদ (১-০)। আর ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন দেশসেরা অন্যতম ফরোয়ার্ড এমিলি(২-০)।
নির্ধারিত সময় শেষে রেফারী আজাদ রহমান শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম