ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মাঠের লড়াইয়ে নামার আগে বায়ার্নের কোচ পেপ গার্দিওলা তার সাবেক ক্লাব বার্সা এগিয়ে রাখলেন।
৪৪ বছর বয়সী গার্দিওলা ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কাতালানদের কোচ ছিলেন। খেলোয়াড় থাকাকালীন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বার্সার হয়ে খেলেছেন ৩২২টি ম্যাচ। এবারে তিনি সাবেক ক্লাবের প্রতিপক্ষ, সেটিও আবার কোচ হিসেবে।
সেমিফাইনালে বার্সার বিপক্ষে মাঠে শিষ্যদের পাঠানোর আগে গার্দিওলা বলেছেন, অবশ্যই বার্সেলোনা এগিয়ে। আমি বার্সার হয়ে অনেক সাফল্য খুঁজে পেয়েছি। কিন্তু এখন আমি বায়ার্নে থেকেই খুশি। চলতি আসরে বার্সা সেরা দল হিসেবে রয়েছে।
তিনি আরও বলেন, আমি সৌভাগ্যবান যে আবারো ক্যাম্প ন্যু’তে (বার্সার ঘরের মাঠ) ফিরতে পারছি, তবে সেটি বায়ার্নের হয়ে। এটা আমার জন্য বিশেষ কিছু। আমি বার্সাকে অন্য চোখে নিতে পারছি না, কারণ কাতালান দলটিকে আমি সম্মান করি। আমি কোনোদিনও ম্যাচ দু’টি ভুলতে পারব না (সেমিফাইনালের প্রথম ও দ্বিতীয় লেগের ম্যাচ)।
এ সময় গার্দিওলা আরও যোগ করেন, বার্সাকে আমাদের হারাতে হবেই। কিন্তু তারা অনেক শক্তিশালী দল। তাদের রয়েছে লুইস এনরিকের মতো বিশ্বসেরা কোচ। মানসিক দিক থেকেও দলটি দারুণ শক্তিশালী।
২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আসরে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মুখোমুখি হয় বার্সার বিপক্ষে। দুই লেগ মিলিয়ে ৭-০ এগ্রিগেটে জয় পায় বায়ার্ন।
বার্সার কোচ থাকাকালীন সময়ে গার্দিওলা দলকে তিনবার লা লিগার শিরোপা এনে দেন। এছাড়া কাতালানদের দুইবার কোপা দেল রে, তিনবার সুপার কোপা দি এসপানা, দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুইবার উয়েফা সুপার কোপা আর দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর