ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামার আগে মেসিদের ডোপ টেস্ট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
মাঠে নামার আগে মেসিদের ডোপ টেস্ট! ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। সেমির এ ড্র হওয়ার পরপরই বার্সার দশ তারকা ফুটবলারদের ডোপ টেস্ট করানো হয়েছে।



বার্সার ডোপ টেস্ট করানো এ তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এছাড়া টার স্টেগেন, জেরার্ড পিকে, ইভান রেকিটিক, সার্জিও বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, জরদি আলবা, দানি আলভেজ এবং জাভিকেও ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে।

শুক্রবার এ দশ ফুটবলারকে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডির সদস্যরা ডোপ টেস্ট (রক্ত ও মূত্র) করায়। যা চ্যাম্পিয়ন্স লিগের আগে বিশ্বফুটবলে বেশ হইচই ফেলে দেয়।

স্প্যানিশ লা লিগায় এসপানিওলের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে মেসি, নেইমার, সুয়ারেজরা। বাংলাদেশ সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।