ঢাকা: একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। এর ফলে দেশটির কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি বাতিল করা হয়েছে।
ভূমিকম্পের আঘাতে দেশটিতে প্রাণহানির খবর জানা গেছে। সেখানে দেবে গিয়েছে বহু বাড়ি-ঘর। বিমানবন্দরসহ বিভিন্ন রাস্তাঘাটও বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ৭.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর ৫.১ ও ৬.৬ মাত্রাসহ আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।
কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ রয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৪ এ্রপ্রিল) সেমিফাইনালে এশিয়ার শক্তিশালী দল ইরানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বাংলাদেশের বালিকারা।
এ জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩.৪৫ মিনিটে ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের।
ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর