ঢাকা: রিয়াল মাদ্রিদের কোচ কার্লোস আনচেলত্তি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে সমীহ করে জানালেন, রিয়ালকে সেমিফাইনালে ‘লিজেন্ডারী’ জুভেন্টাসের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে।
এর আগে ২০০৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জুভিদের মুখোমুখি হয়েছিল গ্যালাকটিকোরা।
এদিকে ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত জুভেন্টাসের কোচিং করানো আনচেলত্তি বিশ্বাস করেন, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে কোয়ার্টারে হারিয়ে যেভাবে তারা শেষ চারে উঠেছে, ঠিক সেই ধারা বজায় রাখবে তার শিষ্যরা।
এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘জুভেন্টাস ক্লাবটির ঐতিহাসিক অনেক অর্জন আছে। দীর্ঘ ১২ বছর পর রিয়াল তাদের মুখোমুখি হচ্ছে। জুভিরা দারুণ একটি মৌসুম পার করছে। ইতোমধ্যে তারা ইতালিয়ান লিগ কাপ জিতেছে। সুতরাং তারা চ্যাম্পিয়নস লিগে আরো বেশি মনোযোগ দেবে। ’
ইতালিয়ান এ কোচ আরো যোগ করেন, ‘তবে আমাদের স্বপ্ন পূরণে আমরা আত্মবিশ্বাসী। গতবারের মতো আমরা আরো একটি ফাইনাল নিশ্চিত করতে চাই। আমি আশা করি রিয়াল নিজেদের সেরাটাই খেলে জয় পাবে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমএমএস