ঢাকা: বার্সেলোনার হয়ে নিজের দ্বিতীয় মৌসুমে দুর্দান্ত খেলে চলেছেন ব্রাজিল তারকা নেইমার। শুধু বার্সাকে নয় নতুন অধিনায়ক হয়ে ব্রাজিল দলকেও পাল্টে দিয়েছেন নেইমার।
চলতি মৌসুমে নেইমার রয়েছেন গোলের মধ্যেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোল করে দলকে লিড পাইয়ে দেন নেইমার। এছাড়া লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে পাইয়ে দিয়েছিলেন শুভসূচনা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে দলকে তুলেছেন সেমিফাইনালে।
ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে তাই মেসি, সুয়ারেজদের সঙ্গে নেইমারের দিকেও তাকিয়ে থাকবে কাতালানরা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় বার্সা।
যদি কোনো কারণে বার্সা সেমিফাইনাল থেকে ছিটকে না পড়ে তাহলে আগামী ৭ জুন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ফাইনালে উঠবে বার্সা। আর সে দিনটিতেই ব্রাজিল জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে মেক্সিকোর।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি নিয়ে তাই বিপাকে পড়তে হতে পারে বার্সেলোনা আর ব্রাজিলকে। একদিকে বার্সার আক্রমণভাগের প্রাণ নেইমার, অন্যদিকে ব্রাজিলের অধিনায়ক নেইমার।
শুধু নেইমার নন, বার্সায় খেলা দানি আলভেজকে নিয়েও সমস্যায় পড়তে হতে পারে ব্রাজিলকে। যদি ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে জায়গা মেলে আলভেজের।
এদিকে, যদি জুভেন্টাসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনালের টিকিট করে নেয় তাহলেও ব্রাজিলিয়ান মার্সেলো, লুকাস সিলভাকে নিয়ে বেগ পোহাতে হবে সেলেকাও ও গ্যালাকটিকোদের।
আর বায়ার্ন ফাইনালে উঠলে দান্তেকে নিয়ে ব্রাজিলের সঙ্গে জার্মান চ্যাম্পিয়নদের বোঝাপড়ায় বসতে হবে।
তবে, এসব কিছুই নির্ভর করছে ব্রাজিলের ঘোষিত স্কোয়াডের উপর।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর