ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

টিটো ভিলানোভার মৃত্যুর এক বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, এপ্রিল ২৫, ২০১৫
টিটো ভিলানোভার মৃত্যুর এক বছর

ঢাকা: এক বছর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিলে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভা। আর আজকের এই দিনে তার মৃত্যুর এক বছর পর টিটোকে স্মরণ করছে বার্সা পরিবার সহ পুরো ফুটবল বিশ্ব।



পেপ গার্দিওয়ালার পদত্যাগের পর কাতালানদের সহকারী কোচ থাকা টিটো প্রধান কোচের দায়িত্ব কাঁধে নেন। তার অধীনে প্রথম মৌসুমেই বার্সা শুধুমাত্র শিরোপাই জিতেনি, লিগে ক্লাবটির ইতিহাসে রেকর্ড ১০০ পয়েন্ট অর্জন করে।

তবে ২০১৩ সালের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইউর্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯৬৮ সালে স্পেনে জন্ম নেয় টিটো পরে মাত্র ৪৬ বছর বয়সেই মারা যান।

টিটোর মৃত্যুর দিনটিকে কেন্দ্র করে এদিন বার্সার মাঠ ক্যাম্প ন্যু’তে হাজারো সমর্থক, ফুটবলার ও আপনজনেরা তাকে ফুল দিয়ে স্মরণ করেন।

এর আগে গত দু’মাস আগে বার্সা নিজেদের অনুশীলন ম‍াঠের নামকরণ করে ‘ক্যাম্প টিটো ভিলানোভা’। সেই দিনের অনুষ্ঠানটিতে ছিলেন টিটোর স্ত্রী ও সন্তানেরা।

এদিকে টিটোর মৃত্যুকে স্মরণ করে বার্সা নিজেদের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, টিটো ভিলানোভার মৃত্যুর এক বছর হয়ে গেছে। আমরা তাকে স্মরণ করে এই ভিডিওটি দিলাম।

অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল নিজেদের টুইটারে লিখেছে, এক বছর হলো টিটো ভিলানোভার মৃত্যু হয়েছে। ফুটবল তোমাকে সব সময় স্মরণ করবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।