ঢাকা: ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ও আড়ং ডেইরির সহ-পৃষ্ঠপোষকতায় পাইওনিয়ার ফুটবলের ২৫তম আসরের ফাইনালে উঠেছে টাঙ্গাইল ফুটবল একাডেমি ও বাংলাদেশ আনসার । ফাইনাল খেলাটি আগামীকাল ২৬ এপ্রিল বেলা ৪.৩০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হয় বাফুফে ভবনের সভা কক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাইওনিয়র ফুটবল লিগ কমিটির কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাকের এজিএম এএইচএম মেহেদী সাজ্জাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশানের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল ফুটবল একাডেমি ও বাংলাদেশ আনসারের কোচ ও অধিয়ানয়ক।
টাঙ্গাইল ফুটবল একাডেমি কোচ আতিকুর রহমান খান জামিল ফাইনাল ম্যাচ সম্পর্কে বলেন, 'এরআগে চারবার সেমিতে খেললেও ফাইনালে উঠেছি এবারই প্রথমবার। চলতি আসরে মোট ১১ ম্যাচের ৯টি জয় আর দুইটিতে ড্র করেছি। ফাইনাল ম্যাচে জয় চাই। '
টাঙ্গাইল ফুটবল একাডেমি অধিনায়ক জুবেল মিয়া বলেন, 'মাঠে যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। এ বিষয়ে আমাদের আত্মবিশ্বাস আছে। '
ওদিকে বাংলাদেশ আনসারের কোচ হাসান আল মাসুদ বলেন, 'চেষ্টা করেছি ভালো খেলতে। ফাইনালে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে চাই। '
অধিনায়ক খলিল ভূইয়া সৈকত বলেন, '১১ ম্যাচ আমাদের একটি ড্র আছে। সেটা আনসারের বিপক্ষে। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আমাদের দলে একাধিক বিকেএসপির খেলোয়াড় আছে। তাই জয়ের বিকল্প কিছুই ভাবছিনা'
আর এ আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী এই তিন দল আগামী বছর তৃতীয় বিভাগ লিগে খেলবে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস