ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বপ্ন ইউরোপের লিগে খেলা: সাবিনা খাতুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
স্বপ্ন ইউরোপের লিগে খেলা: সাবিনা খাতুন সাবিনা খাতুন

ঢাকা: মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়ে ছয় ম্যাচের পাঁচটিতে সেরা খেলোয়াড় বাংলাদেশ মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন। সেই সাথে ৩৭ গোলের সাফল্য নিয়ে দেশে ফিরেছেন তিনি।



শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাবিনা তার ইচ্ছার কথা জানালেন,‘আগামীতে ইউরোপের লিগে খেলতে চাই। আমার কাছে মনে হয়েছে মালদ্বীপের মহিলা ফুটবলের থেকে আমাদের ফুটবল অনেক এগিয়ে। তবে মালদ্বীপের ফুটসাল টুর্নামেন্টের মতো বাংলাদেশেও যদি এমন একটি টুর্নামেন্ট হতো সেটি আমাদের দেশের ফুটবলের জন্য সত্যি ভালো হতো। ’

এ প্রসঙ্গে বাংলাদেশ মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানিয়েছেন, 'মহিলা ফুটসাল আরম্ভ করার ব্যাপারে খুব শীঘ্রই কাজ করা শুরু করবেন। ঈদের পরই মহিলা ফুটবলের ঘরোয়া লিগের খেলা শুরু হবে বলেও জানান কিরণ। '

সুখবর হচ্ছে সাবিনার বর্তমান ক্লাব তাকে আগামী মৌসুমেও তাদের হয়ে খেলতে প্রস্তাব দিয়েছে। শুধু পুলিশ ক্লাব নয়, ফুটসালে অংশ নেয়া প্রায় সবগুলো ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ৬০০ ডলার পারিশ্রমিকে খেললেও সাবিনার ক্রীড়া নৈপুন্যে মুগ্ধ হয়ে ক্লাবগুলো ১৫০০ ডলার পর্যন্ত অফার দিয়েছে। এবার তার খেলা দেখে খুশী হয়ে তাকে ১০০ ডলার বোনাস দিয়েছে।

সাবিনা আরো জানালেন আগামীতে তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন আরও দুই সতীর্থ স্বদেশীকেও। তারাও পাবেন সমান পারিশ্রমিক। গোলরক্ষক সাবিনা আক্তার এবং মিরনাকে পছন্দ মালদ্বীপ পুলিশ ক্লাবের। তবে সাবিনা বাফুফের সাথে আলাপ না করে ঐ সকল ক্লাবগুলোকে কিছু জানান নি।

মালদ্বীপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নিজের দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও সর্বোচ্চ গোলদাতার খেতাবটি বাগিয়ে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।