ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবারের খেলায় নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম জয় পেয়েছে ফেনী সকার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ফেনী জেলার প্রতিনিধিত্বকারী দলটি ১-০ গোলে 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জকে পরাজিত করে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল সমানে সমান খেলতে থাকে। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া করে রহমতগঞ্জের। বক্সের মধ্যে বল পান গিনির মিডফিল্ডার মোহামেদ কন্টি। কিন্তু তার শট নেয়ার সময় তাকে আটকে দেয় ফেনীর গোলরক্ষক সলিমউল্লাহ।
৪০ মিনিটে এগিয়ে যায় ফেনী সকার। মাঝ মাঠ থেকে বল নিয়ে বা প্রান্ত দিয়ে রহমতগঞ্জের সীমানায় ঢুকে পড়েন সরন হাওলাদার। বক্সের প্রায় ৫ গজ দূর থেকে জোড়ালো শটে রহমতগঞ্জের জাল কাঁপিয়ে দেয় এই মিডফিল্ডার (১-০)। এগিয়ে থেকেই বিরতিতে যায় ফেনীর সকার।
৯০ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ফেনীর জহিরুল ইসলাম। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফেনী।
তবে অন্তিম মূহুর্তে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন ফেনীর ফরোয়ার্ড সোহেল মিয়া।
রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিরতি, কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪.১৫ মিনিটে প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি কাবের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। পরের ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস