ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘ক্লিন সি, সেফ সি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
‘ক্লিন সি, সেফ সি’ ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার সমুদ্র সৈকত। নান্দনিক সৌন্দর্য্যরে এক অপার লীলাভূমি কক্সবাজার।

যেখানে সমুদ্র আর পাহাড়ের মিতালি হয়েছে। যা সকল শ্রেণি-পেশার মানুষকে আকৃষ্ট করে। কিন্তু নানা কারণে এই সমুদ্র সৈকতটিকে বিশ্ব দরবারের কাছে তেমনভাবে তুলে ধরতে পারছে না বাংলাদেশ। তারপরও প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য্যরে টানে।

কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে যতটুকু পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা ছিল ততোটুকু নেই কক্সবাজারে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ক্লিন সি, সেফ সি’ স্লোগানকে সামনে রেখে বছরে বেশ কয়েকবার সুবিধাজনক সময়ে কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচি পালন করে দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে দর্শনার্থী ও অন্যান্যদের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করতে ও রাখতে উৎসাহিত করা হয়। বৃদ্ধি করা হয় সচেতনতা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শনিবার বেলা ১১টায় সৈকতে লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত এলাকা জুড়ে ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে বিশ্বের ছয়টি দেশের ২৫ জন বিদেশী, ট্যুরিস্ট পুলিশ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, বাংলাদেশি ৭০ জন সার্ফারসহ দেশি পর্যটকরাও এ কার্যক্রমে অংশ নেন

শীর্ষস্থানীয় ক্রীড়া পৃষ্ঠপোষক ব্র্যান্ড ওয়ালটনের এমন কর্মসূচিকে সাধুবাদ জানান উপস্থিত সবাই। ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন ওয়ালটনের ওয়ালটন গ্রুপের ফার্ষ্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।