ঢাকা: চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে চলছে শহীদ কাজী সাদেক হাসান আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায়। এ আসরে জাতীয় জুনিয়র রানার-আপ ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইকরামুল হক সিয়াম অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
সিয়াম ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ছয় পয়েন্ট করে অর্জন করেন ৮জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ হন, মীর চেসের আনিচুজ্জামান জুয়েল তৃতীয়, লিওনাইন চেসের মনির হোসেন চতুর্থ, প্রিতম-প্রিজমের মোঃ জামাল উদ্দিন প ম, বাংলাদেশ নৌ-বাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ষষ্ঠ, লিওনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সপ্তম, সোনালী ব্যাংকের আবজিদ রহমান অষ্টম ও সুলতানা কামাল পাঠাগারের শেখ খায়রুল ইসলাম নবম স্থান অর্জন করেন।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং এ চট্টগ্রামের মোঃ মুজিবুর রহমান দশম হন। প্রথম হতে দশম স্থান প্রাপ্তদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার দেয়া হয়। গত শুক্রবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৮৫ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস