ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

সার্ফিং উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা প্যাকেজ ট্যুরের উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, এপ্রিল ২৫, ২০১৫
সার্ফিং উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা প্যাকেজ ট্যুরের উদ্বোধন

ঢাকা: বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৭ এপ্রিল শুরু হতে যাচ্ছে ‘ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা-২০১৫। ’ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



এই প্রতিযোগিতা উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন ঢাকা-কক্সবাজার-ঢাকা প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেন।

এ সময় পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী পিএইচডি, পর্যটন করপোরেশনের ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই প্যাকেজ ট্যুরের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কক্সবাজারে নিয়ে যাওয়া হবে।

এক বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আমল চৌধুরী বলেন, ‘সার্ফিং অসাধারণ একটি জলক্রীড়া। বিষয়টিকে দারুণ কিছু মনে হচ্ছে। যারা সার্ফিংয়ের জন্য এমন উদ্যোগটি গ্রহণ করেছে তাদের ধন্যবাদ জানাই। সময় থাকলে এটি উপভোগ করতে যেতাম। ’

সংবাদ মাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা দেশের ভালো দিকগুলো তুলে ধরেন। সার্ফিং এক সময় ক্রিকেটের মতো জনপ্রিয় হবে। সেই প্রত্যাশ করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।