ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্ল্যাডিয়েটরস ও ধুমকেতু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্ল্যাডিয়েটরস ও ধুমকেতু

ঢাকা: সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং ধুমকেতু ক্লাব। শনিবার ধানমণ্ডি জিমনেশিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস ‘বি’ গ্রুপ রানার্স আপ বিকেএসপিকে পরাজিত করেছে।



অন্য সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হরনেটস এসসিকে হারিয়ে ধুমকেতু ক্লাব ফাইনালে উঠেছে। রবিবার বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস ৮০-৭০ পয়েন্টের ব্যবধানে বিকেএসপিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধে বিকেএসপি ৩৬-৩২ পয়েন্টে এগিয়েছিল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিনদ ৩০ ও বাপ্পি ২৩ পয়েন্ট এবং বিকেএসপির জামিল ২৭ ও জামান ১৪ পয়েন্ট স্কোর করেছেন।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে হরনেটস এসসি ধুমকেতু ক্লাবের কাছে হেরে বিদায় নিয়েছে। খেলায় ধুমকেতু ক্লাব ৯০-৬৮ পয়েন্টের ব্যবধানে হরনেটস এস সিকে পরাজিত করেছে। প্রথমার্ধের খেলায় ধুমকেতু ক্লাব ৫০-২৭ পয়েন্টে এগিয়েছিল। ধুমকেতু ক্লাবের তারেক ৩৬ ও সাজিদ ১৮ পয়েন্ট এবং হরনেটস এসসির মওদুদ ২০ ও মশিউর ১৭ স্কোর করেছেন।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি এবং সিটিসেল এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সুমন ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।