ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত ফেব্রুয়ারির পর ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের এটি টানা দুই ম্যাচে জয়।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এদিন খেলার তিন মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। সফরকারী গোলরক্ষক গুজানের ভুলে প্রথম গোলটি আদায় করে নেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে বিরতির আগে আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিশ্রামে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে আক্রমণে ব্যস্ত থাকা সিটি খেলার ৬৬ মিনিটে লিড দ্বিগুন করে। ফ্রি-কিক থেকে আলেক্সজেন্ডার কোলারভ দারুণ একটি গোল করে লিড বাড়ান।
এদিকে দুই মিনিট পরেই ব্যবধান কমায় অ্যাস্টন। টম ক্লেভারলির অসাধারণ একটি শটে ২-১ এ ব্যবধান আনে সফরকারীরা। আর খেলার ৮৫ মিনিটে কার্লোস সানচেজ দলের হয়ে আরো একটি গোল করলে সমতায় ফেরে দলটি।
তবে খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে দলের দ্বিতীয় গোল করা কোলারভের অ্যাসিস্টে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফার্নান্দিনহো। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এ জয়ের পর ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে আসলো ম্যানসিটি। তবে ৩২ ম্যাচ খেলা চেলসি ৭৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস