ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে স্টিভেন জেরার্ডের ৫০০তম ম্যাচটি সুখকর হলো না। ওয়েস্ট ব্রুমের বিপক্ষে গোলশুন্য ড্র করে লিভারপুল।
ব্রুমের ঘরের মাঠ দ্যা হাওয়াটহর্নসে এই ম্যাচটি ড্র করার ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশাও অনেকটা ফুরিয়ে গেল অল রেডসদের। ইউরোপ সেরার লড়াইয়ে খেলতে হয়ে লিগে সেরা চারে থাকতে হয়। তবে দলটির বর্তমান অবস্থান পঞ্চম। খেলা বাকি মাত্র পাঁচটি।
এদিন অবশ্য গত নভেম্বরের পর প্রথমবারের মত মাঠে নামেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে ইতালিয়ান এ ব্যাড বয়ের ফিরে আসার পরও জয় বঞ্চিত থাকতে হয় ব্রেন্ডন রজার্সের শিষ্যদের।
নিজেদের ৩৩ খেলায় লিভারপুলের পয়েন্ট ৫৮। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চেলসি। সেরা চারে পরের অবস্থান গুলোতে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস