ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, নাকি পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো-কে সেরা? এই বিতর্কের শেষ বোধ হয় কোনো দিনই হবে না। তবে, বিশ্ব ফুটবলের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে রোনালদোই সেরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফার্গুসন মেসির থেকে রোনালদোকেই এগিয়ে রেখেছেন। তার মতে, মেসি মেধাবী ফুটবলার কিন্তু রোনালদো পুরো মাঠেই তার দক্ষতা দেখাতে সক্ষম।
বিবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে ফার্গুসন বলেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করে মেসি নাকি রোনালদো সেরা? প্রচুর মানুষ মেসিকেই এগিয়ে রাখেন। তাদের মতামতকে অসম্মান করার কিছু নেই।
সাক্ষাতকারে মেসি-রোনালদো প্রসঙ্গে ফার্গুসন নিজের মতামত জানান এভাবে, রোনালদো বিশ্বের অনেক স্থানে খেলেছে। কুইন্সপার্ক রেঞ্জার্স, মিলওয়াল, স্পোর্টিং সিপি, অ্যানডোরিনহা আরও অনেক ক্লাবের হয়ে বিভিন্ন স্থানে খেলার পাশাপাশি ইংলিশ কন্ডিশনে খেলেছে। সেখানে সে অনেকগুলো হ্যাটট্রিকও করেছে। আমি নিশ্চিত না, মেসি সেসব স্থানে খেলে কতটুকু সাফল্য পাবে।
ফার্গুসন আরও যোগ করেন, খেলার মাঠে রোনালদোর দুই পা সমানভাবে চলে। তার খেলায় গতি রয়েছে, সঙ্গে রয়েছে সাহস। মেসিও সাহসী তবে, আমি মনে করি আর্জেন্টাইন তারকা শুধুমাত্র বার্সেলোনার প্রাণভোমরা।
মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। যেখানে তার গোলসংখ্যা ৪৫টি। আর রোনালদো পর্তুগালের হয়ে মাঠে নেমেছেন ১১৯ বার। যেখানে তার গোলসংখ্যা ৫২টি। এছাড়া বিভিন্ন ক্লাবের হয়ে ৬১৫ ম্যাচ খেলা রোনালদোর গোল ৪২৫টি। আর মেসি ক্লাবের হয়ে খেলেছেন ৫০৫টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৪১২টি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর