ঢাকা: অলিম্পিক অ্যাথলেটের বিস্ময় ব্রুস জেনার ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। স্বর্ণজয়ী কিংবদন্তি অ্যাথলেটকে সবাই এতোদিন জানতো পুরুষ হিসেবেই।
জেনার এখন ৬৫ বছর বয়সী। গত বছর জেনার নারী নাকি পুরুষ এমন প্রশ্নে চারদিকে গুজব ছড়ায়। এবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে এবারে জেনার সেই গুজবকে সত্য প্রমানিত করেন।
আর তার বক্তব্যে আলোচনার ঝড় উঠেছে পুরো বিশ্বে। তিনি বলেছেন, আমার পুরো জীবনটিই কেটেছে আমি পুরুষ নাকি নারী তার পরিচয় জানতে। আমি সবসময়ই আমার লিঙ্গ পরিচয় নিয়ে দোটানায় ভুগেছি। এখন পর্যন্ত আমি এ ব্যাপারটি নিয়ে অস্বস্তিতে রয়েছি।
এ সময় তিনি আরও বলেন, আমি খুব ছোট থেকেই মেয়েলী স্বভাবের ছিলাম। সে জন্য আমি বলব হ্যাঁ, সবধরনের আচরণ ও কার্যকলাপে আমি একজন মেয়ে! সব ধরনের গবেষণায় এবং কার্যকলাপে নিশ্চিত হয়েছি আমি একজন নারী! তবে, আমার মধ্যে সবধরণের পুরুষালী প্রত্যঙ্গ বিদ্যমান।
তবে, এর আগেই জেনার লিঙ্গান্তরিত হয়েছেন এমন ধরনের গুঞ্জনে তোলপাড় পড়ে যায়।
ট্রাক অ্যান্ড ফিল্ডে ঝড় তোলা সাবেক মার্কিন এ ক্রীড়াবিদ ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেছেন। তার বিয়ে করা প্রথম স্ত্রী ছিলেন ক্রিস জেনার, দ্বিতীয় স্ত্রী ছিলেন লিন্ডা থমসন এবং তৃতীয় স্ত্রী ছিলেন ক্রিস্টি জেনার। তিনি ছয় ছেলে-মেয়ের জনক।
জেনারের এমন সাহসী বক্তব্যে অনেকের সঙ্গে অভিনন্দন জানান তার মেয়ে কাইলি জেনার। বাবার জন্য তার গর্ব হয় বলেও টুইটে উল্লেখ করেন জেনারের মেয়ে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর