ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টিটোকে জয় উৎসর্গ মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
টিটোকে জয় উৎসর্গ মেসির লিওনেল মেসি ও টিটো ভিলানোভা (ফাইল ফটো)

ঢাকা: শনিবার (২৫ এপ্রিল) ছিল বার্সেলোনার প্রয়াত কোচ টিটো ভিলানোভার প্রথম মৃত্যুবার্ষিকী। আর এদিন লা লিগায় ডার্বি ম্যাচে এসপানিওলকে ২-০ গোলে হারায় বার্সা।

পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ জয়কে প্রয়াত কোচ ভিলানোভার প্রতি উৎসর্গ করেন লিওনেল মেসি।

এসপানিওলের মাঠে মেসি নিজে একটি গোল করে ভিলানোভার মৃত্যুর দিনটিকে স্মরনীয় করে রাখেন। অন্য গোলটি আসে নেইমারের পা থেকে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রইলো ‍কাতালানরা।

ফেসবুক পেজে আর্জেন্টাইন অধিনায়ক মেসি লিখেন, ‘টিটো, তুমি সবসময় আমাদের স্মৃতিতে ও হৃদয়ে থাকবে। তোমাকে আমরা কখনই ভুলবো না। ’

২০১৪ সালের ২৫ এপ্রিল মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ভিলানোভা। তিনি ২০১২ সালে পেপ গার্দিওলার পর সহকারী কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব পান। তার অধীনে প্রথম মৌসুমে বার্সা শুধুমাত্র শিরোপাই জিতেনি, লিগে ক্লাবটির ইতিহাসে রেকর্ড ১০০ পয়েন্ট অর্জন করে।

গতকাল টিটোর মৃত্যুর দিনটিকে কেন্দ্র করে বার্সার মাঠ ক্যাম্প ন্যু’তে হাজারো সমর্থক, ফুটবলার ও আপনজনরা তাকে ফুল দিয়ে স্মরণ করেন।

টিটোর মৃত্যুকে স্মরণ করে বার্সা নিজেদের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, টিটো ভিলানোভার মৃত্যুর এক বছর হয়ে গেছে। আমরা তাকে স্মরণ করে এই ভিডিওটি দিলাম।

গত দু’মাস আগে বার্সা নিজেদের অনুশীলন মাঠের নামকরণ করে ‘ক্যাম্প টিটো ভিলানোভা’। সেই দিনের অনুষ্ঠানটিতে টিটোর স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।