ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্সেনাল-চেলসির মহারণ রাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আর্সেনাল-চেলসির মহারণ রাতে ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে মাঠে নামছে চেলসি ও আর্সেনাল। প্রিমিয়ার লিগের শীর্ষ দল দুটি যুগ যুগ ধরে নিজেদের মুখোমুখি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা তৈরী করেছে।

তা মাঠে হোক বা মাঠের বাইরে।

ফুটবলাররা যেমন সেরাটা দিয়ে ম্যাচটি নিজেদের করে নিতে চায়। তেমনি মাঠের বাইরে কোচ বা স্টাফরাও মুখ বা পেশী শক্তি দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয়।

চেলসির হোসে মরিনহো আর আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের মধ্যে এ ম্যাচের আগে থেকে কথায় লড়াই চলে আসছে। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এ ম্যাচ শুরুর আগে অবশ্য চেলসি কোচ মরিনহো জানিয়েছেন, এ ম্যাচে ওয়েঙ্গারের থেকে খেলায় বেশি মনোযোগী তিনি।

পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় মরিনহো ও ওয়েঙ্গারের মধ্যকার সম্পর্ক সমর্থকদের অন্যরকম বিনোদনের ব্যবস্থা করে দেয়। কারণ সর্বশেষ দু’দলের লড়াইয়ের পর মরিনহো ওয়েঙ্গারকে বলেছিলেন ‘ব্যর্থতা বিশেষজ্ঞ’।

চেলসি এ ম্যাচটি জিতলে নিজেদের ইতিহাসের পঞ্চম শিরোপার দিকে আরো এক ধাপ এগিযে যাবে। কারণ আর্সেনালের পর বুধবার লিচেস্টার সিটির বিপক্ষে জিতলেই চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হবে।

এ ব্যাপারে মরিনহো বলেন, ‘আমি তাকে (ওয়েঙ্গার) প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি মনে করি সে বড় একটি দলের কোচ আর সে যে শহরে থাকে আমিও সেখানে থাকি। ’

তিনি আরো বলেন , ‘তবে আমি মনে করি ডার্বি ম্যাচে এমনিতে লড়াই চরম পর্যায়ে যায়। আমি যখন ইন্টার মিলানে ছিলাম তখন এসি মিলানের সঙ্গে লড়াই জমে উঠতো। আবার রিয়ালে থাকাকালীন অ্যাতলেটিকোর বিপক্ষে এ লড়াই দেখেছি। ’

এ ম্যাচে ব্লুজদের দলে ইনজুরি কাটিয়ে ফিরছেন দিদিয়ের দ্রগবা। তবে দিয়েগো কস্তা ও লোইক রেমি এখনও অনিশ্চিত। আর এক সময়ে আর্সেনালে খেলা সেস ফেব্রিগাস প্রথমবারের মতো তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন।

এদিকে চেলসির বিপক্ষে শেষ ১২ ম্যাচে জয় না পাওয়া আর্সেনাল যদি জয় পায় তাহলে এ মৌসুমে নিজেদের টানা আট ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে ওয়েঙ্গারের শিষ্যরা।

ওয়েঙ্গার অবশ্য এ ম্যাচটিতে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী। তিনি চান ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েই জয় পাবে।

পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে গানাররা। তবে ডিফেন্ডার পার মারতেসাকারের সম্ভাবনা রয়েছে ফিফটি-ফিফটি। আরো দু’একজন আছেন যারা ফিটনেস সমস্যায় ভুগছেন।

আর্সেনাল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছে। তবে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত থাকলেও একটিতে ড্র করেছে চেলসি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।