ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু সোমবার ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের হাওয়াই ভিত্তিক সংগঠন ‘সার্ফিং দ্য নেশনস’ এর কর্মীরা গত ১০ বছর ধরে বাংলাদেশে সার্ফিংকে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে ২০১৪ সাল থেকে যুক্ত হয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন (বিএসএ)।



বিএসএ এর আয়োজনে ও ব্র্যাক চিকেনের পৃষ্ঠপোষকতা কক্সবাজারের লাবনী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা-২০১৫। এই প্রতিযোগিতা ২৭ ও ২৮ এপ্রিল দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৭০ জন সার্ফার অংশ নেবেন। প্রতিযোগিতাকে সামনে রেখে গত ১৬ দিন ধরে কক্সবাজারে অনুশীলন করেন প্রতিযোগীরা। তাদের অনুশীলন করিয়েছেন সার্ফিং দ্য নেশনের ২৩ সদস্য।
ব্র্যাক ডেইরি ফুড এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক চিকেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় বিগেনার (জুনিয়র), প্রফেশনাল ও মহিলা এই তিন বিভাগে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আগে কক্সবাজার প্রেস ক্লাবে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এইচ.ইউ.এম মেহেদী সাজ্জাক (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) ব্র্যাক। হসপিটালিটি পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার মার্কেটিং ও পিআর পারভেজ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ট্রেজারার আমিনুল ইসলাম লিটন, সদস্য মাহবুবুর রহমান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানসহ অন্যান্যরা।

সার্ফিং দ্য নেশনের প্রতিনিধি জ্যাকসি ট্রেইন বলেন, কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখানকার মানুষের মধ্যে সার্ফিং নিয়ে বেশ আগ্রহ রয়েছে।
এখানকার সার্ফারদের সঙ্গে মিশে আমাদেরও বেশ ভালো লেগেছে। তাদেরকে আমরা ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। তারা বেশ শিখেছেও। আমরা কি শিখিয়েছি সেটা প্রতিযোগিতায় দেখা যাবে। আশা করছি সবাই এটা বেশ উপভোগ করবে।

ব্র্যাকের এইচ.ইউ.এম মেহেদী সাজ্জাদ বলেন, আমরা কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে চাই। সে কারণেই সার্ফিয়ের সঙ্গে যুক্ত হওয়া। ভবিষ্যতেও আমরা সার্ফিংয়ের পাশে থাকার চেষ্টা করব।

বক্তব্যে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন সার্ফিং নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের প্রায় ১৬ দিন ধরে প্রশিক্ষণ দিয়েছেন সার্ফিং দ্য নেশনের সদস্যরা। তারা গত ১০ বছর ধরে বাংলাদেশের সার্ফারদের প্রশিক্ষণ দিচ্ছেন। কাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। কক্সবাজারের ডিসি মোহাম্মদ আলী হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সার্ফিংয়ের মাধ্যমে আমরা আমাদের দেশকে প্রমোট করতে চাই। কক্সবাজারকে প্রমোট করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৬ এ্রপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।