ঢাকা: চেলসির তারকা ফুটবলার এডেন হ্যাজার্ডকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। তবে, ব্লূজদের কোচ হোসে মরিনহো সতর্ক ভাষায় জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টরা হ্যাজার্ডকে পেতে চাইলে তার এক পা বাবদ ১৪০ মিলিয়ন ইউরো ব্যয় করতে হবে।
অবশ্য, রিয়াল যার দিকে একবার চোখ দেয় তাকে কিনেই ছাড়ে। অর্থ তাদের কাছে কোনো বিষয়ই না। কিন্তু, মরিনহো যে দর বেধে দিয়েছেন তা এক অর্থে অসম্ভবই বটে। কারণ, সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়ে রেকর্ড গড়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু, হ্যাজার্ডের সম্ভাব্য মূল্য প্রায় এর তিনগুণ!
হ্যাজার্ডের ট্রান্সফার মূল্য কত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘এক পায়ের মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড (১৪০ মিলিয়ন ইউরো)। কারণ, সে এখনো খুবই তরুণ। রিয়ালের প্রেসিডেন্ট ও সিইও’র সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে। ’
এই পর্তুগিজ কোচ আরও বলেন, ‘রিয়াল যদি হ্যাজার্ডকে দলে নিতে চায় তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আমার অগোচরে কিছু ঘটবে বলে মনে হয় না। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে হাতছাড়া করার কোনো ইচ্ছাই আমাদের নেই। তবে, কোনো ক্লাব তাকে পেতে চাইলে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএম