ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

পাথরঘাটায় কিশোরীদের সাইকেল রেস

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, এপ্রিল ২৬, ২০১৫
পাথরঘাটায় কিশোরীদের সাইকেল রেস ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় কিশোরীদের সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা সিএমএইএস’র উদ্যোগে রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হাতেমপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।



সাইকেল রেসে ২৬ জন কিশোরী অংশ গ্রহণ করে। রেসটি হাতেমপুর সিএমইএস প্রযুক্তি কেন্দ্র থেকে শুরু হয়ে মাছেরখাল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিযোগীদের মধ্যে পূর্বঘুটাবাছা কিশোরী সমিতির জোৎস্না রাণী প্রথম স্থান অধিকার করে। হাতেমপুর কিশোরী সমিতির খুশি আক্তার দ্বিতীয় ও হাসি আক্তার তৃতীয় স্থান অধিকার করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন ইউনিট অর্গানাইজার অখিল কুমার প্রামাণিক ও স্থানীয় ইউপি সদস্য মাহমুদা দুলি।

ব্যতিক্রমই কিশোরীদের সাইকেল চালানো দেখে এলাকাবাসী অভিভুত ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় উৎসুক দর্শকদের মাঝে।

বাংলাদেশ সময়: ১৮০০ এপ্রিল ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।