ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লা লিগার থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয় সহজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
লা লিগার থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয় সহজ

ঢাকা: রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মতে স্প্যানিশ লা লিগার চেয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় চোখ রেখেছেন লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কোচ।



চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী ৬ মে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে, তার আগে লা লিগার আসরে সেল্টাভিগোর বিপক্ষে মাঠে নামতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোদের।

লা লিগায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট দল বার্সেলোনা। রিয়ালকে টপকে বার্সার বর্তমান পয়েন্ট ৮১। কাতালানদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে এক ম্যাচ কম খেলা রিয়াল। বার্সার কাছ থেকে শীর্ষস্থান ফিরে পেতে আনচেলত্তিকে একরকম কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে।

আনচেলত্তি বলেন, লা লিগার শিরোপা জয় অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা শিরোপা (পয়েন্ট টেবিল) থেকে বেশ দূরে রয়েছি। বার্সা এ টেবিলে শীর্ষে রয়েছে। তবে, চ্যাম্পিয়ন্স লিগে সবাই এক জায়গায় রয়েছে।

ইনজুরি আক্রান্ত রিয়ালের কোচ আনচেলত্তি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত জুভেন্টাসের কোচের দায়িত্ব পালন করেন। জুভিদের সাবেক এ কোচ দল প্রসঙ্গে বলেন, এ মৌসুমে ইনজুরি আমাদের বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছে। মৌসুমের শেষ মাসে এসে আমরা লুকা মডরিচকে পাচ্ছি না। গ্যারেথ বেল আর করিম বেনজেমার মতো তারকারা ইনজুরির সঙ্গে লড়ছে। তবে, আশা করছি মৌসুমের শেষ দিকে মডরিচকে ফিরে পাব। প্রথম লেগের ম্যাচেই বেনজেমাকে মাঠে নামাতে পারি, আর সেভিয়ার বিপক্ষে পরের সপ্তাহে বেলকেও মাঠে দেখা যেতে পারে।

লা লিগার ম্যাচে আজ রাতে সেল্টাভিগোর বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির রিয়াল। বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।