ঢাকা: শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে (বাংলাদেশ স্থানীয় সময় ১২টা ১১ মিনিট) রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার দেশটি।
এর ফলে দেশটির কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি বাতিল করা হয়। ২৫ এপ্রিলের এ ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মাঠে নামার কথা ছিল।
বাংলাদেশ থেকে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া বিশেষ বিমানে করে রাতে বাংলাদেশে ফিরছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।
জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পর স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি হয় সেখানে অবস্থানরত অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল নিয়ে। তবে, নিরাপদেই ছিলেন বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার কারণে ঘটনার সময় ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। তারা ভালো আছে এবং নিরাপদেই আছে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে সেনাবাহিনীর সেই বিশেষ বিমানে করে ফুটবলাররা ফিরবে।
কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ ছিল বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই কাঠমান্ডুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জানা যায় স্টেডিয়ামটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলোয়াররা দেশেও আসতে পারছিলেন না।
ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫ আপডেট: ১৮৪০ ঘণ্টা
এমআর