ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেলসি। পুরো মৌসুমে সাফল্যের জন্য অনন্য স্বীকৃতিও পেয়েছে ব্লুজরা।
এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা (২১) হলেও ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো সেরা দলে সুযোগ পাননি। তার জায়গা দখল করেছেন ২০ গোল করা টটেনহামের তরুণ ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ৪-৪-২ ফরমেশনের আক্রমনভাগে হ্যারির পাশে রয়েছেন চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা।
কস্তা ছাড়াও চেলসির বাকি পাঁচজনের মধ্যে রয়েছেন এডেন হ্যাজার্ড, নিমাঞ্জা মাটিচ, জন টেরি, গ্যারি চাহিল ও ব্রানিস্লাভ ইভানোভিচ। অবশ্য, চেলসির আরেক তারকা মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসকে সেরা একাদশে রাখা হয়নি।
গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া। দুই সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছেন টেরি ও চাহিল। লেফট ব্যাকে আছেন সাউদাম্পটনের ইংলিশ ডিফেন্ডার রায়ান বার্টৠান্ড। আরেক সার্বিয়ান ডিফেন্ডার ইভানোভিচ আছেন রাইট ব্যাক হিসেবে।
মিডফিল্ডের বাম প্রান্তে রাখা হয়েছে হ্যাজার্ডকে। আর ডান প্রান্তে রয়েছেন আর্সেনালের চিলিয়ান ফুটবলার আলেক্সিস সানচেজ। মাঝমাঠ সামলাবেন লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো ও চেলসির সার্বিয়ান মিডফিল্ডার মাটিচ।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএম/