ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর পৃষ্ঠপোষকতায় রোববার (২৬ এপ্রিল) সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হয় ধুমকেতু ক্লাবের।

এ আসরের ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস ৯২-৬৬  পয়েন্টের ব্যবধানে ধুমকেতু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধের খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪০-৩৫ পয়েন্টে এগিয়ে ছিল।
 
ঢাকা গ্ল্যাডিয়েটরস এর সর্বোচ্চ স্কোরার  জনাব সোয়েব-২৩ ও স্বাদিস-২২ পয়েন্ট এবং ধুমকেতু ক্লাব এর সর্বোচ্চ স্কোরার জনাব তারেক-৪৬ ও রোমেন-৮ পয়েন্ট স্কোর করে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সিটিসেল এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর জনাব সুমন ভট্টাচার্য ও সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশনস জনাব তাসলিম আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চ্যাম্পিয়নশীপে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে ধুমকেতু ক্লাব এর জনাব তারেককে নির্বাচিত করে ক্রেষ্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।