ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

ডেভিস কাপে খেলতে বাহরাইনে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, এপ্রিল ২৬, ২০১৫
ডেভিস কাপে খেলতে বাহরাইনে বাংলাদেশ দল ছবি : সংগৃহীত

ঢাকা: বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৭ এপ্রিল হতে ০২ মে ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘২০১৫ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রুপ-৪’ প্রতিযোগিতা বাহরাইনে অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ইরাক, জর্ডান, কিরঘিজস্তান, ওমান, প্যাসিফিক ওশানিয়া, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অংশগ্রহন করছে।



প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নন-প্লেইং ক্যাপ্টেন জনাব খালেদ আহমেদ, কোষাধ্যক্ষ, বিটিএফ এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল বর্তমানে বাহরাইনে অবস্থান করছে।

বাংলাদেশ দলের খেলোয়াড়গণ হচ্ছেন শ্রী অমল রায়, রঞ্জন রাম, শ্রী বিপ্লব রাম এবং শিবু লাল। বাংলাদেশ দল পুল-‘বি’ তে সংযুক্ত আরব আমিরাত, কিরঘিজস্কান, সিংগাপুর ও ওমান এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।