ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

এভারটনে বিধ্বস্ত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, এপ্রিল ২৬, ২০১৫
এভারটনে বিধ্বস্ত ম্যানইউ ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধরণের একটা লজ্জাই পেল ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা এভারটনের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে রেড ডেভিলসরা।

এ ম্যাচটি জিততে পারলে সাময়িকভাবে হলেও দ্বিতীয় স্থানে উঠে যেত ম্যানইউ।

লিভারপুলের গুডিসন পার্কে খেলা শুরুর পাঁচ মিনিটেই আইরিস মিডফিল্ডার জেমস ম্যাককার্থির গোলে লিড নেয় স্বাগতিক এভারটন। ৩৫ মিনিটে লেইটন বেইন্সের কর্ণার কিক থেকে ডিফেন্ডার জন স্টোন্স দুর্দান্ত হেড করে লিড দ্বিগুন করেন। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লুইস ফন গালের ম্যানইউ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাদামেল ফ্যালকাও ও ৬৩ মিনিটে ‍অ্যাঞ্জেল ডি মারিয়া মাঠে নেমেও তেমন একটা সুবিধা করতে পারেন নি। উল্টো ৭৪ মিনিটে মিডফিল্ডার রস বার্কলির বাড়ানো বলটি ম্যানইউর জালে জড়ান বদলি হিসেবে মাঠে নামা বেলজিয়ান স্ট্রাইকার কেভিন মিরালাস।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখালেও গোল করতে ব্যর্থ হয় রুনি-ফেল্লাইনিরা। নির্ধারিত সময় শেষে তাই বড় ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।

ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই রয়েছে ম্যানইউ। ৩৩ ম্যাচ শেষে ১৯ জয়, আট ড্র ও ছয় পরাজয়ে তাদের পয়েন্ট সংখ্যা ৬৫। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে চেলসি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।