ঢাকা: ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ও আড়ং ডেইরির সহ-পৃষ্ঠপোষকতায় পাইওনিয়ার ফুটবলের ২৫তম আসরের ফাইনালে জিতেছে বাংলাদেশ আনসার। ফাইনালে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রথমার্ধ জুড়ে কোনো দলই গোল আদায় করতে পারে নি। ফলে, গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের ৫২ মিনিটের মাথায় টাঙ্গাইলের হয়ে লিড নেন আরিফ। ৫৭ মিনিটে জয়ের গোলে ব্যবধান দ্বিগুন করে টাঙ্গাইল। তবে, এরপরই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়।
আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৬৭ মিনিটের মাথায় ব্যবধান কমান আনসারের শামীম। ৭৮ মিনিটের মাথায় বোরহানের গোলে সমতায় ফেরে আনসার। আর ৮৯ মিনিটে জয় সূচক গোলটি করেন আনসারের জুয়েল।
ফলে, ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাসান আল মাসুদের শিষ্যরা।
এদিকে দিনের অপর খেলায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরামকে ১-০ গোলে হারিয়েয়ে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ প্রথম গলি।
এ আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী এই তিন দল আগামী বছর তৃতীয় বিভাগ লিগে খেলবে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর