ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়হীন ফ্যাব্রেগাস, অস্কার, ওজিল, সানচেজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জয়হীন ফ্যাব্রেগাস, অস্কার, ওজিল, সানচেজরা ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজারেরও বেশি দর্শক দেখলো একটি হাইভোল্টেজ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ারের দুই জায়ান্ট চেলসি আর আর্সেনালের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে।

তবে, পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল চেলসি।

এ ম্যাচে হোসে মরিনহোর চেলসির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ইভানোভিচ, চাহিল, জন টেরি, সেস ফ্যাব্রেগাস, রামিরেস, অস্কার, উইলিয়ান আর হ্যাজার্ডের মতো তারকারা। অন্যদিকে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন অসপিনা, মারতেসাকার, কাজোরলা, রামসে, মেসুত ওজিল, অ্যালেক্সিজ সানচেজ আর অলিভার জিরুদের মতো তারকারা।

দুরন্ত গতির দুই দল ম্যাচের প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ জুড়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নি।

মাঝমাঠের নিয়ন্ত্রণে দু’দলই ছিল সমান এগিয়ে। আক্রমণ ভাগে চেলসির বেশ কয়েকটি শট প্রতিহত করেন আর্সেনাল ডিফেন্ডাররা। ু

এ ম্যাচের পর ৩৩ ম্যাচ খেলে চেলসির অর্জন ৭৭ পয়েন্ট। ২৩টি জয়ের পাশাপাশি ৮টি ড্র আর মাত্র দুটি ম্যাচে হেরেছে ব্লুজরা। অপরদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে আর্সেনাল। গানারদের অর্জন ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্টও আর্সেনালের সমান।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।