ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খুলনায় নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
খুলনায় নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে খুলনা বানৌজা তিতুমীর ঘাঁটিস্থ বাস্কেটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর কমান্ডিং খুলনা কমডোর সামসুল আলম (জি), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন প্রধান অতিথি থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে ১৯ এপ্রিল হতে শুরু হওয়া ৮ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির ৯টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা তিতুমীর ও বানৌজা শহীদ মোয়াজ্জম দলের মধ্য চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বানৌজা তিতুমীর দল বানৌজা শহীদ মোয়াজ্জম দলকে ১১০-৫০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম তালেব, এলমিউজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমআরএম/এএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।