ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিরেছে অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ফিরেছে অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা ফাইল ফটো

ঢাকা: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও রয়েছে।



রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ওই ৫০ বাংলাদেশিকে নিয়ে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।

কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে যায় বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।

২৫ এপ্রিল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মাঠে নামার কথা ছিল। ভূমিকম্পে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলাটি মাঠে গড়ায়নি।

সূত্র জানায়, এর আগে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ খাবার ও ওষুধসহ সেনাবাহিনীর ৬ সদস্যের চিকিৎসক দল নিয়ে কাঠমান্ডু পৌঁছায়।

পরে চিকিৎসক দলকে রেখে ২৫ নারী ফুটবলার ও ২৫ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে রাত সাড়ে ৮টায় দেশে ফিরে আসে। নেপালে এখনও অনেক বাংলাদেশি আটকা পড়ে আছে বলেও সূত্র নিশ্চিত করে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
জেপি/আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।