ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার পিছু ছাড়ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বার্সার পিছু ছাড়ছে না রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও রিয়াল মাদ্রিদের ত্রাতার ভূমিকায় হাভিয়ের হার্নান্দেজ। এই মেক্সিকান স্ট্রাইকারের গোলেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে উঠে রিয়াল।

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচেও করেন জোড়া গোল। ৪-২ গোলের জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটাও অপরিবর্তীত থাকল।

সেল্টা ভিগোর বিপক্ষে আয়েশী জয়ের কথাই ভেবেছিল রিয়াল। কিন্তু, স্বাগতিকরা ছেড়ে কথা বলেনি। নিজেদের মাঠে তারা খেলা শুরুর ৯ মিনিটেই লিড নেয়। গোল করেন স্ট্রাইকার নোলিতো। সাত মিনিট পরেই টনি ক্রুসের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কসরা।

প্রথমার্ধের ২৪ মিনিটে জেমস রদ্রিজেসের ‍অ্যাসিস্ট থেকে নিজের প্রথম গোল আদায় করে নেন হার্নান্দেজ। চার মিনিট পরেই স্প্যানিশ তরুণ স্ট্রাইকার সান্তিয়াগো মিনা লরেঞ্জোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৪৩ মিনিটের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বলটি জালে জড়ান কলম্বিয়ান মিডফিল্ডার রদ্রিগেজ। যদিও তা প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগায় গোলরক্ষক বিভ্রান্ত হয়। ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৯ সার্জিও রামোসের অসাধারণ পাস থেকে নিজের জোড়া গোল পূরণ করেন হার্নান্দেজ। এর মধ্য দিয়ে ইনজুরি আক্রান্ত করিম বেনজেমার অভাবটা বুঝতেই দেননি সাবেক এই ম্যানইউ তারকা। একই কারণে বেনজেমা ছাড়াও এ ম্যাচে দলে ছিলেন না গ্যারেথ বেল ও লুকা মডরিচ।

অন্যদিকে, বল দখলের লড়াইয়ে রিয়ালের তুলনায় সেল্টাই এগিয়ে ছিল। আক্রমনেও তারা মার্সেলো-রামোসদের ভুগিয়েছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও শেষ অবদি জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে রোনালদো-ক্রুস-ইস্কোরা।

পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচ শেষে ২৬ জয়, ১ ড্র ও ছয় পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার (৮১) পরেই রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।