ঢাকা: চেলসির হয়ে অসাধারণ একটি মৌসুম পার করছেন এডেন হ্যাজার্ড। যার পুরস্কারস্বরুপ ইংল্যান্ডের প্রফেসনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের (পিএফএ) দেওয়া এ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের খেতাব পেয়েছেন এই বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
রোববার (২৬ এপ্রিল) রাতে লন্ডনের গ্রসভেনর হোটেলে জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংলিশ ফুটবলের এ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়। এছাড়াও বর্ষসেরা তরুণ ফুটবলার সহ মৌসুমের সেরা দলের তালিকা প্রকাশ করা হয়।
প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেলসি। এ মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপাও ঘরে তোলে হোসে মরিনহোর শিষ্যরা। ব্লুজদের সাফল্যের নেপথ্যে হ্যাজার্ডের ভূমিকাই অন্যতম। এ মৌসুমে চেলসির হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৮টি গোল করেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। আর প্রিমিয়ার লিগে তার ১৩টি গোল আসে ৩০ ম্যাচ থেকে।
বর্ষসেরা হওয়ার দৌড়ে হ্যাজার্ড পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ দিয়েগো কস্তা, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া, আর্সেনালের চিলিয়ান স্ট্রাইকার আলেক্সিস সানচেজ, টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ও লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোকে।
অন্যদিকে, হ্যাজার্ড ও কুতিনহোকে টপকে বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন টটেনহামের ২১ বছর বয়সী স্ট্রাইকার হ্যারি কেন। ইংলিশ লিগে এ মৌসুমে স্পারসদের হয়ে তিনি ৩০ ম্যাচে ২০টি গোল করেছেন। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের জালে ৪৭ ম্যাচে ৩০ বার বল পাঠান।
বর্ষসেরা তরুণ ফুটবলারের জন্য ছয়জনের মনোনীত তালিকায় অন্যান্যদের মধ্যে ছিলেন চেলসির বেলজিয়ান গোলরক্ষক থিবু কর্তোয়া, ম্যানইউর ডি গিয়া ও লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। সেরা ফুটবলারের জন্য মনোনীত ছয় জনের মধ্যে চারজনই এই তালিকায় স্থান পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সাবেক লিভারপুল তারকা লুইস সুয়ারেজ। গত মৌসুম শেষেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমান এই উরুগুইয়ান স্ট্রাইকার। আর বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছিলেন এবারের বর্ষসেরা ফুটবলার হ্যাজার্ড।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম