ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

হিগুয়েইনের জোড়া গোলে নাপোলির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, এপ্রিল ২৭, ২০১৫
হিগুয়েইনের জোড়া গোলে নাপোলির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে নাপোলি। এ জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল রাফায়েল বেনিতেজের শিষ্যরা।



ঘরের মাঠ স্তেদিও সাও পাওলোতে খেলা শুরুর ১২ মিনিটের সময় ডিফেন্ডার রাউল আলবিওলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক নাপোলি। ৩১ মিনিটে হিগুয়েইনের ‍অ্যাসিস্ট থেকে ইতালিয়ান স্ট্রাইকার মানোলা গ্যাব্বিয়াদিনি সমতা আনেন। তিন মিনিট পর হিগুয়েইন নিজেই একটি গোল করেন। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন আরেক ইতালিয়ান স্ট্রাইকার লরেঞ্জো ইনসাইন। ৮১ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নাপোলি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ২৭ বছর বয়সী হিগুয়েইন। নির্ধারিত সময়ের এক মিনিট আগে সাম্পদোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইস ফার্নান্দো মুরিয়েল।

পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচ শেষে ১৬ জয়, আট ড্র ও আট পরাজয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নাপোলি। সমান ম্যাচে দুই পয়েন্টে এগিয়ে থেকে তিনে রোমা ও ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ল্যাজিও। শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে এগোচ্ছে জুভেন্টাস (৭৩)।

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।