ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

মাঠে না নেমেই শিরোপা বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, এপ্রিল ২৭, ২০১৫
মাঠে না নেমেই শিরোপা বায়ার্নের ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় চার ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয় শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। অবশ্য, মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয় জার্মান জায়ান্টরা।

রোববারের (২৬ এপ্রিল) ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গ ১-০ গোলে বুরুশিয়া মনসেনগ্লাবের কাছে হেরে যাওয়াতেই লিগে বায়ার্নের রেকর্ড ২৫তম শিরোপা নিশ্চিত হয়।

এর আগের রাতে হার্থা বার্লিনকে ১-০ গোলে হারায় বায়ার্ন। আর তাতেই উলফসবার্গের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা ১৫তে গিয়ে ঠেকে। এখন বাকি চারটি ম্যাচ মুলার-গোতজেদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র।

বুন্দেসলিগায় বায়ার্নের আধিপত্য নতুন কিছু নয়। গত মৌসুমে তারা সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে। এ মৌসুমে বাকি ম্যাচগুলো জিতলে গতবারের ৯০ পয়েন্ট থেকে দুই পয়েন্ট কম হবে।

এবারও ট্রেবল জয়ের হাতছানি বায়ার্নের সামনে। জার্মান কাপের সেমিফাইনালে ২৯ এপ্রিল বুরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে, ৬ মে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার শিষ্যরা।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচ শেষে ২৪ জয়, চার ড্র ও দুই পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের পয়েন্ট সংখ্যা ৬১।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।