ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

হাল ছাড়ছেন না আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, এপ্রিল ২৭, ২০১৫
হাল ছাড়ছেন না আনচেলত্তি কার্লো আনচেলত্তি

ঢাকা: লা লিগায় বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বীতা চলছেই। দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সা।

তবে, একটি ম্যাচই সব কিছু বদলে দিতে পারে। সে আশাই করছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমরা জয়ের ধারায় আছি। ভালো ফুটবল খেলছি। দলের পারফরম্যান্সে আমি খুশি। এভাবেই মৌসুম শেষ করতে চাই। দুই পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনো লিগ শিরোপা জয়ের সম্ভাবনা  রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার, পরবর্তী প্রতিটি ম্যাচ জিততে পারলে বার্সাকে অনবরত চাপে রাখা সম্ভব হবে। তবে, এ মুহূর্তে সামনের ম্যাচগুলোর দিকেই দৃষ্টি রাখতে চাই। চেষ্টা থাকবে যেন মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে পারি। ’

উল্লেখ্য, বার্সা ও রিয়াল দু’দলেরই পাঁচটি করে ম্যাচ বাকি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টায় গেটাফের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। পরদিন একই সময়ে গ্যালাকটিকোদের মুখোমুখি হবে আলমেরিয়া।

এছাড়াও বাকি চার ম্যাচে ২ মে কর্দোবা, ৯ মে রিয়াল সোসিয়েদাদ, ১৭ মে অ্যাতলেতিকো মাদ্রিদ ও ২৪ মে দেপোর্তিভো লা করুণার মুখোমুখি হবে বার্সা। একই তারিখ গুলোতে রিয়ালের প্রতিপক্ষরা হলো যথাক্রমে সেভিয়া, ভ্যালেন্সিয়া, এসপানিওল ও গেটাফে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।