ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে আর্সেনালের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে শীর্ষে থাকা চেলসি। তবে ম্যাচ শেষে এমিরেটস স্টেডিয়ামে সমর্থকদের দ্বারা অবজ্ঞার শিকার হেয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো।
এদিকে এ ম্যাচে ড্র করলেও ১০ পয়েন্ট ব্যবধান রেখে সবার ওপরে চেলসি। তবে ড্র করতে পারায় ম্যাচ শেষে ব্লুজ অধিনায়ক জন টেরি জানান, শিরোপার জন্য আমরা আরো এগিয়ে গিয়েছি।
আর্সেনাল সমর্থকরা অবশ্য ম্যাচ শেষে চেলসিকে ‘বোরিং’ দল বলে আখ্যায়িত করে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহো জানান, ২০০৪ সালের পর থেকে গানাররা লিগ শিরোপা না জেতা ব্যর্থ একটি দল।
মরিনহো বলেন, ‘আমি মনে করি দলটির ১০ বছরের ব্যর্থতা খুবই বিরক্তিকর। তাদের এ ১০ বছরের অপেক্ষা আর শেষ হচ্ছে না। হয়ত দলটির সমর্থকরা আমাদের অবজ্ঞা না করে নিজেদেরই করছে। ’
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএমএস