ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির পাশে সেরা হতে অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
মেসির পাশে সেরা হতে অপেক্ষায় নেইমার

ঢাকা: এ মুহূর্তে ক্লাব পর্যায়ে বিশ্বের সেরা আক্রমণভাগ নিয়ে খেলে চলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ মৌসুমে কাতালানদের স্ট্রাইকিং ফোর্স ব্রাজিল তারকা নেইমার, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নিয়ে গড়া হয়েছে।



বার্সার এ অ্যাটাকিং ট্রায়ো একসাথে জ্বলে উঠলে বিশ্বের যে কোনো প্রতিপক্ষের কী অবস্থা হতে পারে তার সঠিক কোনো ধারণা নেই।

এ মৌসুমে লিভারপুলের সাবেক ফুটবলার সুয়ারেজ বার্সায় প্রথম মৌসুম পার করছেন। আর নেইমার কাতালান ক্লাবটির হয়ে দ্বিতীয় মৌসুম পার করছেন। প্রথম মৌসুমে মেসির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগলেও দ্বিতীয় মৌসুমেই আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ব্রাজিল অধিনায়ক জুটি গড়েছেন বেশ দারুণ ভাবে।

এর আগে বার্সার হয়ে ৪০০ গোলের উপরে করা মেসির পাশে খেলেছেন ব্রাজিলের আরেক ফুটবল জাদুকর রোনালদিনহো, ফরাসি তারকা থিয়েরো অঁরি আর সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। মেসির পাশে এ তিন তারকাই কাতালানদের হয়ে গড়ে তুলেছিলেন বিশ্বের সেরা আক্রমণভাগ।

তবে, রোনালদিনহো, অঁরি আর ইব্রাকে আগেই একদিক থেকে টপকে গেছেন নেইমার। চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসির পাশে খেলা নেইমার এ তিন তারকাকে ছাপিয়ে এ মৌসুমে (এক মৌসুমে) বার্সার হয়ে এখন পর্যন্ত গোল করেছেন ৪২ ম্যাচে ৩১টি।

আর্জেন্টাইন তারকার পাশে খেলে নেইমারের থেকে শুধু একজনই বেশি গোল করে এগিয়ে রয়েছেন। ক্যাম্প ন্যু ক্যারিয়ারে মেসির পাশে খেলে স্যামুয়েল ইতো এক মৌসুমে করেছেন ৩৬ গোল। ২০০৮-০৯ মৌসুমে ক্যামেরুনের এ তারকা কাতালানদের হয়ে যেকোনো প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি গোল করেন।

গত মৌসুমে ৪১ ম্যাচ খেলে নেইমার বার্সার হয়ে গোল করেন মাত্র ১৫টি। এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলা নেইমার গত মৌসুমের দ্বিগুনের বেশি গোল পূর্ণ করে ফেলেছেন। এখনও এ মৌসুমে লা লিগা (৫ ম্যাচ বাকি), কোপা দেল রে’র ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে (কমপক্ষে দু’টি ম্যাচ) মাঠে নামা বাকি রয়েছে ব্রাজিল অধিনায়কের। নেইমার আরও একমাসের মতো সময় পাচ্ছেন মেসির পাশে খেলে এক মৌসুমে সর্বোচ্চ গোল আদায় করে নেওয়ার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।