ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোপা শিরোপা জিততে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
কোপা শিরোপা জিততে চায় ব্রাজিল ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা। আর ৪৪তম এ আসরে নিজেদের ফেভারিট না বললেও শিরোপা জয়ের ব্যাপারে প্রত্যাশী ব্রাজিল এমনটিই জানিয়েছেন দলটিতে উইঙ্গার হিসেবে খেলা উইলিয়ান।



২০১৩ সালে রাশিয়ান ক্লাব আনজি মাকচাকলা থেকে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছিলেন উইলিয়ান। এরপর থেকেই সে সময়ের কোচ লুইজ ফেলিপ স্কলারির আস্থাভাজন হন তিনি। এরই ধারাবাহিকতায় পরের বছর ঘরের মাঠের বিশ্বকাপে ডাক পান।

তবে ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার পরও বড় ধরণের ধাক্কাই খায় স্বাগতিকরা। সেমিফাইনালে জার্মানের বিপক্ষে ৭-১ গোলের বড় পরাজয়ের পর তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলের হার। এতে বরখাস্ত হতে হয় কোচকেও।

এদিকে ২৬ বছরের এ তারকা অবশ্য ব্রাজিল ফুটবলের ভবিষ্যতের ব্যাপারে বেশ ইতিবাচক। তিনি মনে করেন, নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে ব্রাজিল কোপা আমেরিকায় বড় একটি চ্যালেঞ্জ নিয়েছে।

এক সাক্ষাৎকারে উইলিয়ান বলেন, ‘সেলেকাওদের সামনে সব সময়ই শিরোপা জয়ের সুযোগ থাকে। তবে আমরা নিজেদের ফেভারিট বলছি না। এটা বিশ্ব ফুটবলে কখনোই বলা যায় না। কিন্তু আমি নিশ্চিত করে বলছি আমরা শিরোপার জন্যই লড়ব। ’

এবারের আসরে ব্রাজিল গ্রুপ ‘সি’তে পড়েছে। এই গ্রুপে দলটিকে লড়তে হবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।