ঢাকা: বাতাসের বেগ কখনো কখনো ১১ কিলোমিটারের উপরে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
অদূরেই মঞ্চে বসে আছেন আটজন বিচারক। তাদের দৃষ্টি কিশোরের দিকে। কখনো কিশোর দারুণভাবে নিজের দক্ষতা প্রদর্শন করছেন। আবার কখনো ব্যর্থ হচ্ছেন। কক্সবাজাবে ঘুরতে আসা উৎসুক পর্যটকরা ভীড় করে দেখছেন তার সার্ফিং। এভাবে নির্ধারিত ২০ মিনিট সে সার্ফিংয়ের নানা কসরত প্রদর্শন করে। এরপর আরেকজন সার্ফিং বোট হাতে সমুদ্রের দিকে মৃদু পায়ে হেঁটে যেতে থাকে।
এটা ‘ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার’ রোমাঞ্চকর শুরুর কথা। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

বিভিন্ন ক্যাটেগোরিতে ৭০ জন সার্ফার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিগেনার, জুনিয়র ও প্রফেশনাল/সিনিয়র এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতাটি। সোমবার ক্যাটাগরি গুলোর বিভিন্ন রাউন্ড শেষে প্রতিযোগীরা সেমিফাইনালে উঠবেন। মঙ্গলবার সকালে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা ২০১৫।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাইফুর রহমান, ডিজিএম (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ)। হসপিটালিটি পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার মার্কেটিং ও পিআর পারভেজ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও ট্রেজারার আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর