শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘আন্ত:বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৫’।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রক্টর মো: এমদাদুল হক।
বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে বলে জানা গেছে।
আজ উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগকে ২-৪ পয়েন্টে হারিয়ে জয় লাভ করে নৃবিজ্ঞান বিভাগ। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে প্রতিদিন বিকেল ৩টা ও ৪টায় হবে। প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্টিত হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর