ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

ভালো খেলেও পরাজিত শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, এপ্রিল ২৭, ২০১৫
ভালো খেলেও পরাজিত শেখ রাসেল ফাইল ফটো

ঢাকা: চলমান প্রিমিয়ার লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) মুখোমুখি হয় শেখ রাসেল-শেখ জামাল। এটি ছিল লিগে দুই দলের প্রথম সাক্ষাত।

ভাগ্যদেবীকে সহায় করে ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। জামালের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন ল্যান্ডিং ডার্বোয়ে।

সত্যি বলতে ভাগ্য যেন কিছুতেই সহায় ছিলনা শেখ রাসেলের। ম্যাচের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার জামালের শিবিরে হানা দিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। একাধিকবার এমিলি-জাহিদদের শট কখনও বার ছুঁয়ে, কখনও একটুর জন্য মিস হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই দল। তবে শুরুতেই বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে রাসেল। ১১ মিনিটে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীর হেডটি বার ছুঁয়ে যায়। আর ১৮ মিনিটে জাহিদ হোসেনের বাড়িয়ে দেয়া বলে জাহিদ হাসান এমিলির শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। অল্প সময়ের ব্যবধানে দুটি সহজ সুযোগ হাতছাড়া করে দলটি।

২৩ মিনিটে শেখ জামালের ল্যান্ডিং ডার্বোয়ের শক্তিশালী ফ্রি-কিক রাসেলের রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যর্থ হয়। ২৬ মিনিটে আবারো মিডফিল্ডার জাহিদ হোসেনের কাছ থেকে বল পান শেখ রাসেলের ফরোয়ার্ড এমিলি। কিন্তু এবারও মিস, এমিলির আলতো টোকা দেয়া বলটি জামালের বারে লেগে ফিরে আসে।

২৯ মিনিটে ডি বক্সের মধ্যে জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের শট শেখ রাসেলের গোলরক্ষক মাহমুদ লিটন ঠেকিয়ে দেয়।

আর  ৪৪ মিনিটে রাসেলের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিলের দুর্বল শট সহজেই লুফে নেয় শেখ জামালের গোলরক্ষক মাজাহারুল ইসলাম। তাই প্রথমার্থ শেষে গোলশূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে লিংকনের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন জামালের ল্যান্ডিং ডার্বোয়ে।  

ভাগ্যদেবী যেন আজ কিছুতেই শেখ রাসেলের সহায় ছিল না। ৬৭ মিনিটে ম্যাচে ফেরার সুবর্ন সুযোগ মিস করে রাসেল। এ সময় মোনেম খান রাজুর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শক্তিশালী শট বারে লেগে ফিরে আসে।

৮৪ মিনিটে শেখ রাসেলের মিডফিল্ডার জাহিদ হোসেনের ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিক সরাসরি জামালের গোলরক্ষক মাজাহারুল ইসলামের হাতে পড়ে। পরের মিনিটেই রাসেলের আতিকুর রহমান মিশুর ফ্রি-কিক ডি বক্সে হেড করে বিপদ মুক্ত করেন জামালের মো: লিঙ্কন। ৮৯ মিনিটে রাসেলের জ্যামাইকার ফরোয়ার্ড আকিম সাঈদের শট জামালের ক্রস বারে লেগে ফিরে আসে।

ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ মারাফুল হকের শিষ্যরা।  

পাঁচ ম্যাচে দুইটিতে হেরে রাসেলের সংগ্রহ ৯ পয়েন্ট। আর পক্ষান্তরে ছয় ম্যাচের সবক’টিতে জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন জামাল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।