ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

আবারো বিতর্ক রেফারিং-এর মান নিয়ে!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, এপ্রিল ২৭, ২০১৫
আবারো বিতর্ক রেফারিং-এর মান নিয়ে! ফাইল ফটো

ঢাকা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের রেফারিং-এর মান নিয়ে। ফেডারেশন কাপের পরে এবারের লিগে ঠিক একই ধরণের ঘটনার পূণরাবৃত্তি ঘটেই চলেছে।


 
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ১-০ গোলে হারায় শেখ রাসেলকে। কিন্তু ম্যাচের একমাত্র গোলটির দিকে আঙুল তুলেছেন শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ ও অধিনায়ক মিঠুন চৌধুরী।

ম্যাচের ৫৫ মিনিটে শেখ রাসেলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন গোললাইনের বাইরে থেকে বল ধরেছেন বলে সিদ্ধান্ত দেয় লাইন্সম্যান। আর রেফারি ভারত চন্দ্র গৌড় কর্নারের নির্দেশ প্রদান করেন। কিন্তু কর্নারের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। কারণ লাইন্সম্যান সে সময় ১০ গজ পেছনে ছিলেন। তাই বল পজিশন না দেখেই তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন বলে অভিযোগ করেছেন শেখ রাসেল অধিনায়ক মিঠুন চৌধুরী।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরী বলেন, 'যে কর্নারটি থেকে গোল হয়েছে। তা একদমই যথাযথ হয়নি। লাইনের বাইরে থেকে বল ধরার ফলে কর্নার দেয়া হয়েছে। কিন্তু বলটি লাইনের মধ্যেই ছিল! লাইন্সম্যান ছিলেন বেশ দূরে। তিনি ভালো ভাবে বলটি দেখতে পারেন নি। আমি প্রতিবাদ করায় উল্টো আমাকে হলুদ কার্ড প্রদর্শন করা হয়। '

আর রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ বলেন, 'আমরা গোলটি হজম করেছি কর্নার থেকে। কিন্তু কর্নারটি ছিল বিতর্কিত। ফেডারেশন কাপের সেমিফাইনালেও আমাদের সাথে একই ধরণের ঘটনা ঘটেছে। এবারও একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হল। শেখ রাসেল বা শেখ জামাল খেলছে বলেই আমি বলছি না, আমি বলছি বাংলাদেশের ফুটবলের মান উন্নয়ন করতে হলে এ ধরণের বাজে রেফারিংয়ের দিকে নজর দিতে হবে। '

তবে ৫ ম্যাচে দ্বিতীয় পরাজয়ে হাল ছাড়তে নারাজ রাসেলের কোচ। এ সম্পর্কে তিনি বলেন, 'শিরোপা দৌড়ে রাসেল এখনও টিকে আছে। কারণ আমরা বড় ম্যাচগুলো খেলে এসেছি। আর আমাদের সাথে বড় দলগুলোর ম্যাচ এখনও সামনে। ' 

লিগে টানা ষষ্ঠ ম্যাচে জয় নিয়ে জামালের সংগ্রহ ১৮ পয়েন্ট। শেখ জামালের কোচ মারুফুল হক সংবাদ সম্মেলনে বলেন, 'এ জয়ের পর শিরোপার কাছে যেতে পারিনি আমরা। শিরোপার পথে মাত্র ৩০ শতাংশ এগিয়েছে দল। কারণ এখনও হাতে বাকি আছে আরও ১৪টি ম্যাচ। '
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।