ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

বাংলাদেশের আরচারিতে বিশ্বমানের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, এপ্রিল ২৭, ২০১৫
বাংলাদেশের আরচারিতে বিশ্বমানের কোচ

ঢাকা: ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান (এসএ) গেমস এবং রিও অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্বমানের কোচ আনছে বাংলাদেশ আরচারি ফেডারেশন।   

দক্ষিণ কোরিয়া জাতীয় দলের সাবেক কোচ হাগ ইয়ং কিম-এর সঙ্গে আরচারি ফেডারেশন এক বছরের চুক্তি করেছে।

৫৬ বছর বয়সী নতুন এ কোচ আগামী ৩ মে আসছেন বাংলাদেশে।  

কিম এর আগে ২০০৮ সালের মে-২০০৯ সালের নভেম্বর পর্যন্ত ভুটান জাতীয় আরচারি দলের কোচ ছিলেন। তার আগে দুই বছর হংকং জাতীয় আরচারি দলের কোচ ছিলেন।

এ ছাড়াও হাগ ইয়ং কিম জাপান, কলম্বিয়া এবং উজবেকিস্তান আরচারি দলেরও কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইয়া/ এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।