ঢাকা: আগামী ২৯ এপ্রিল-২ মে পর্যন্ত ‘আইএইচপি ট্রফি টুর্নামেন্ট’ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে। এ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের মহিলা হ্যান্ডবল দল অংশ নিচ্ছে।
ইতঃপূর্বে পাকিস্তানের ফায়সালাবাদে অনুষ্ঠিত একই আসরে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্যাঙ্ককের এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে। এই টুর্নামেন্টে চাইনিজ তাইপে, উজবেকিস্তান, বাংলাদেশ এবং স্বাগতিক থাইল্যান্ড অংশ নেবে।
বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের পোশাক দিয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)। এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল থাইল্যান্ডের ব্যাঙ্ককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
টুর্নামেন্ট খেলে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল আগামী ৩ মে দেশে ফিরবে।
বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের খেলোয়াড় হলেন: ফাল্গুনী বিশ্বাস, আমেনা আক্তার, সুমী বেগম, শিরিনা খাতুন, হাবিবা আক্তার রূপা, তাবাসসুম তামান্না পিংকী, সাহিদা বানু, মোসাম্মৎ সিফা, রুবিনা বেগম, রহিমা খাতুন, মাসুদা আক্তার, নিশাত নাবিলা এবং পূর্ণিমা রাণী।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইয়া/ এমএমএস