ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

‘মূর্খ’ ইব্রাকে চড় মারা উচিৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ২৭, ২০১৫
‘মূর্খ’ ইব্রাকে চড় মারা উচিৎ জ্লাতান ইব্রাহিমোভিচ

ঢাকা: প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে ক্লাব থেকে অপসারনের দাবী জানিয়েছেন ফ্রান্সের সাবেক গোলকিপার জাঁ পল বারট্রান্ড-ডেমিনেস। সেই সঙ্গে ইব্রার সমালোচনা করে তিনি বলেন, সে একটা ‘মূর্খ’, ‘মাথা মোটা’, ‘পথভ্রষ্ট’।

আর তাকে চড় মারা উচিৎ।

পিএসজি ১৯৯৪ সালের পর ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন লিগ ওয়ানের শিরোপা জিততে পারেনি। তবে ২০১২ সালে এসি মিলান থেকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইব্রা এ ক্লাবে যোগ দিলে দলের চেহারা পাল্টে যায়।

সুইডেন তারকা দলে যোগ দেয়ার পর টানা দুটি শিরোপ জেতে পিএসজি। আর বর্তমানে দলটি ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে।

এদিকে বারট্রান্ড-ডেমিনেস বলছেন ভিন্ন কথা। তার মতে ইব্রা পিএসজিকে পিছিয়ে দিচ্ছে। ৩৩ বছরের এ তারকার জন্য দলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সে চ্যাম্পিয়নস লিগে ভালো খেলছে না। যার কারণে দলটি বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে।

এক সাক্ষাৎকারে বারট্রান্ড-ডেমিনেস বলেন, ‘আমি ইব্রাহিমোভিচকে পছন্দ করি না। সে একজন মাথা মোটা (গণ্ডমূর্খ)। তবে সমস্যা হচ্ছে মানুষ তাকে বুদ্ধিমান মনে করে। কিন্তু তার ভেতর কিছুই নেই। সে তারকা ফুটবলারদের বিপক্ষে ভালো খেলতে পারেনা কারণ সে আসলেই ‘মুর্খ’। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।